Search

Wednesday, June 8, 2011

বাইসাইকেল

­কখনও-কখনও একটা সাইকেল কেবল সাইকেলই থাকে না, হয়ে উঠে অদেখা এক স্বপ্ন! সেই অদেখা স্বপ্ন, যে স্বপ্ন আমাদেরকে বাঁচিয়ে রাখে- নইলে কবেই আমরা মরে ভূত হয়ে যেতাম!
এমনই এক 'বাইসাইকেল' নামের বৃষ্টিতে ভেজা সোঁদা মাটির গন্ধ নিয়ে বলছেন আজকের অতিথি লেখক, আবদুল মান্নান শামীম। যিনি শামীম নামেই সমধিক পরিচিত:

"একটা সাইকেল আমার শৈশবের অনেক বড় আনন্দের উপাদান হয়ে ছিলো। সাইকেলে চড়তে শেখা, প্রথমে সাইকেল হাতে নিয়ে ছোটা, তারপর বাঁকা হয়ে মাঝখানের ফাঁকা দিয়ে পা ঢুকিয়ে অনেক কসরত করে চালানো কারণ সিটে বসে প্যাডালের নাগাল পেতাম না!


তারপর একদিন রডের উপর বসে ব্যথা উপেক্ষা করে তুফান বেগে সাইকেল চালানো। ঝুঁকিপূর্ণ, জান হাতে নিয়ে চালানো যাকে বলে! কোন একদিন আবিষ্কার করলাম সাইকেল চালানো আসলে হচ্ছে ব্যালেন্স নিয়ন্ত্রণের ব্যাপার। তারপর সহজ হয়ে গেলো বিষয়টা। কোন আত্মীয়স্বজন বাড়ীতে আসলেই তাদের সাইকেল নিয়ে আমার হাওয়া হয়ে যাওয়া। বেড়াতে আসা আত্মীয়ের হয়তো ফেরার সময় হয়ে যেতো কিন্তু আমার ফেরার নাম নেই। পথে ঘাটে আছাড় খেয়ে পড়া, অন্যদিকে মনোযোগ দিতে গিয়ে রাস্তা ফেলে ধান ক্ষেতে নেমে যাওয়া, রাস্তায় ছুটে বেড়ানো দু-একটা পিচ্চির সঙ্গে সংঘর্ষ এসব ছিলো নিয়মিত।

আব্বার সাইকেলটা ছিলো এক পরম রহস্যের মতো! জ্ঞান হওয়ার পর থেকেই দেখে আসছিলাম অতি পুরনো সেই দ্বিচক্রযানটা। অনেক রহস্যের মধ্যে সবচেয়ে বড় রহস্য ছিলো ওই সাইকেল্টার কোন ব্রেক ছিলো না! উইদাউট এনি ব্রেক অথচ আব্বা দিব্যি সাইকেলটা চালাতেন। কোন একদিন হয়তো নষ্ট হয়ে গিয়েছিল, আব্বা টান মেরে খুলে ফেলে দিয়েছেন, আর লাগানোর দরকার বোধ করেন নি। এলাকায় সাইকেল ছিলো হাতে গোনা, সবাই চিনতো কার সাইকেল এটা।
এমনও হতো আব্বা সাইকেল রেখে কোথাও গেছেন ফিরে দেখেন সাইকেল নেই, আব্বা হেঁটে বাড়ী চলে আসতেন, কিছুক্ষন পর কেউ একজন সাইকেল ফেরত দিয়ে যেতো সাথে কাঁচুমাঁচু জবাব, 'একটু দরকার আছিল, বাজারে গেছিলাম'। এই নিয়ে কেউই মাথা ঘামাত না। বাজার থেকে ফিরে অনেক রাতে আব্বা সাইকেলটা ঘরের বাইরে রেখে দিতেন নিশ্চিন্তে!

ব্রেকবিহীন সাইকেল চালানো আমাদের কাছে এক বীরোচিত কাজ মনে হলেও আব্বার কাছে ব্যাপারটা ছিলো ডালভাতের মতো। সেই সাইকেল দিয়ে আস্তে সাইকেল চালানো প্রতিযোগীতায় আব্বা জয়ী হতেন! ব্যপারটা কিভাবে সম্ভব ছিলো জানি না। শুধু দেখতাম আব্বার পুরনো সাইকেল শামুকের গতিতে যাচ্ছে, মাঝে মাঝে একেবারে থেমে যাচ্ছে, আব্বা শুধু ব্যলেন্স ঠিক করে দাঁড়িয়ে আছেন। অন্যদিকে ব্রেকওয়ালা সাইকেলগুলো যাচ্ছে, চালক ব্রেক চাপছেন আর ধপাস করে পড়ে যাচ্ছেন। আস্তে সাইকেল চালানো প্রতিযোগীতার নিয়ম হচ্ছে কে কতো বেশী সময় নিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব পার হতে পারেন। মাটিতে পা পড়লেই ডিস-কোয়ালিফাইড।

সেই সাইকেল নিয়ে কতো বার রাস্তা পার হয়ে জঙ্গলে ঢুকেছি তার কোন সংখ্যা নেই, গাছের সাথে বাড়ি খেয়ে থেমেছি, রিকশার পেছনে হুমড়ি খেয়ে পড়ে গতি নিয়ন্ত্রণ। সেই সাইকেল নিয়ে একটা দৃশ্য পুরোপুরি মনে আছে এখনো। একদিন বাড়ী ফেরার সময় দেখলাম ব্রেকবিহীন সাইকেলের হ্যাণ্ডেলে বসে আছে একটি টিয়া পাখি। সেই টিয়া পাখি নিয়ে আমাদের সেকি উত্তেজনাময় দিন যাপন!
মানুষজন মাঝে মাঝে এও বলতো 'ডাক্তার সাব, সাইকেলটা পাল্টান'। মানুষের কথায় নাকি আমার নিরাপত্তার কথা চিন্তা করেই কিনা আব্বা নতুন একটা সাইকেল কিনে ফেললেন। নাম 'ফনিক্স'। কড়া ব্রেক, কঠিন স্পীড! ব্রেকবিহীন সাইকেলেরও ক্রেতা খুঁজে পাওয়া গেলো। এক সাইকেল মেকানিক ওই জিনিস কিনে নিলেন ২০০ টাকায়। তারপর সেই সাইকেলের মাথা, অন্য সাইকেলের চাকা এভাবে জোড়াতালি দিয়ে ছোটদের সাইকেল বানিয়ে মেকানিক ভাড়া দেয়া শুরু করলেন। আমার দেখা সেটাই ছিলো পৃথিবীর প্রথম ম্যানুফেকচারিং অথবা রিসাইক্লিং প্রসেস!

নতুন সাইকেল নিয়ে এর পর শুরু হলো টেনশন। তালা ঠিক মতো কাজ করে কিনা, কোথাও গেলে সাবধানে রাখা, ঠিকভাবে তালা মারা। সাইকেলে তেল দেয়া, পরিষ্কার করা আরো কত কি! এর পর আমাকে দাদা সাইকেল কিনে দিলেন ক্লাস সেভেন-এ উঠার পর। হিরো সাইকেল। কী গতি! আমি হাওয়ায় উড়ে বেড়ালাম! ইউনিতে উঠেও সাইকেল কিনেছিলাম। ঢাকার অলিগলি ঘুরেছি। মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে নারিকেল গাছের অর্ধেকটা উঠে গিয়েছিলাম বাইকসুদ্ধ। ব্রেকবিহীন সাইকেলের চাইতে বেশী চালিয়েছি সাইকেল।
অথচ কি অদ্ভুত, সাইকেলের কথা মনে উঠলেই প্রথমে মনে পড়ে সেই ব্রেকবিহীন রঙ ওঠা, জরাজীর্ণ দুইচাকার যানটার কথা! কত দিন গেলো! সেই ব্রেকবিহীন সাইকেল নেই, আব্বাও নেই। সাইকেলের সামনে চড়ে কতো সবুজ পার হয়েছি, ডুবে গিয়েছিলাম গভীর নীলে! ধুলো মাখা পথ, দূরদুরান্ত পাড়ি দিয়েছি। সাইকেলের সামনে বসে আব্বার গায়ের গন্ধ পেতাম, ঘামের গন্ধ পেতাম! এটা কি-ওটা কি বলে ব্যস্ত করে রাখতাম। শুধু মাঝে মাঝে মনে হয় ব্রেকবিহীন সেই দুই চাকার বাহনটা পেলে চলার পথটা হয়তো আরো একটু মসৃণ হতো, সাথে থেকে যেত সেই চিরকালের মতো হারিয়ে যাওয়া আব্বার গায়ের গন্ধটা...।"

4 comments:

সায়ন said...

স্মৃতিচারণ ভাল লাগল। একেবারে শৈশবে নিয়ে আঁচড়ে ফেললেন। লেখককে ধন্যবাদ।

সাথে একটা বিব্রতকর মুহূর্তও মনে করিয়ে দিলেন। তখন ভালই সাইকেল চালাতে শিখে গেছি। সাথে আরও একজনকে পিছনে নিয়ে বাড়ির পাশের গার্লস স্কুলের পাশ দিয়ে খুব ভাব নিয়ে যাচ্ছি ওদের টিফিন টাইমে। (উদ্দেশ্য ডাকপিয়ন হিসেবে এক বড়ভাইয়ের চিঠি তার 'হইতে না পারা প্রেমিকা'-র কাছে পৌছে দেয়া)
হটাত সামনে এক ছাগল! দুজনই চিৎপটাং! প্রেস্টিজ একেবারে পাংচার।

আলী মাহমেদ - ali mahmed said...

"...লেখককে ধন্যবাদ।"
আপনার সঙ্গে আমিও লেখক শামীমকে ধন্যবাদ জানাই।

"...হটাৎ সামনে এক ছাগল! দুজনই চিৎপটাং! প্রেস্টিজ একেবারে পাংচার।"
:), :D @সায়ন

নাশিদ said...

লেখার শেষ অংশ পড়ে বুকটা কেমন মোচড় দিয়ে উঠল।

আলী মাহমেদ - ali mahmed said...

"লেখার শেষ অংশ পড়ে বুকটা কেমন মোচড় দিয়ে উঠল।"
আমারও :( @নাশিদ