Search

Tuesday, January 6, 2009

অন-লাইনে লেখালেখি হচ্ছে গণিমতের মাল!

'খোদেজা' নামের একটা উপন্যাস আছে আমার।
এই উপন্যাসের খানিকটা-অংশবিশেষ, একজনের অনুরোধে আমার সাইটে পোস্ট করেছিলাম। খোদোজার অংশবিশেষ

হুবহু এই লেখাটি, দাঁড়ি-কমাসহ 'যৌবনযাত্রা' নামের সাইটে পোস্ট করা হয়েছে- অহেতুক, কোন কারণ ছাড়াই। মূল আবেদনটাই অন্য রকম হয়ে গেছে- খোদেজা উপন্যাসটা হচ্ছে ১টা শিশুর উপর চরম নির্যাতন নিয়ে

লিখিত দূরের কথা নিদেনপক্ষে মৌখিক অনুমতি নেয়ারও প্রয়োজন বোধ হয়নি। (অথচ আমার সাইটে আমি স্পষ্ট সতর্কবাণী দিয়ে রেখেছি, আমার লিখিত অনুমতি ব্যতীত কোন লেখা বা এর অংশবিশেষও কোথাও প্রকাশ করা যাবে না।)
গুগলে আমার নাম দিয়ে সার্চ দেয়ায় বিষয়টা চোখে পড়ল নইলে জানতেই পারতাম না এমন হার্মাদের (ছিনতাইকারীর সফট ভার্সন)
'হার্মাদী'!

এমন অর্বাচীন আচরণের জন্য তীব্র নিন্দা।

2 comments:

Anonymous said...

u are always welcome to report there. JJ it self is not responsible what members there posting.

But if u report, staffs can take action to restore your rights.

আলী মাহমেদ - ali mahmed said...

ধন্যবাদ, আপনার সহৃদয় মন্তব্যর জন্য। লেখা চালাচালি হতেই পারে, ন্যূনাধিক নিয়ম মেনে চলে।
প্রথম আলোর মত পত্রিকাও ওয়েব-সাইট থেকে ১টা লেখা নিয়ে দয়া করে লিখে দেয়, 'ইন্টারনেট থেকে'। আমার মতে, ছিনতাইয়ের সঙ্গে এর খুব একটা ফারাক নেই।